নারীদের ঈদের সালাতে অংশ গ্রহণ: ইসলাম কী বলে? আমরা কী করি?
প্রশ্ন: নারীরা কি ঈদের সালাতে অংশ গ্রহণ করতে পারবেন? ইসলাম কী বলে?
উত্তর: ইসলাম বলে, নারীদের ঈদের সালাতে অংশ গ্রহণ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঈদের সালাতে অংশ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
হাদীসে এসেছে, ‘উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমরা যেন নারীদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে সালাতের জন্য (ঘর থেকে) বের করে দেই, পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহবাসিনীসহ সকলকেই। কিন্তু ঋতুবতী নারীরা (ঈদগাহে) সালাত আদায় থেকে বিরত থাকবে, তবে মুসলিমদের দোয়ায় তারা অংশ নিবে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের মাঝে একজনের ওড়না নেই (যা পরিধান করে সে ঈদের সালাতে যেতে পারে), রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার অন্য বোন থেকে ওড়না নিয়ে পরিধান করবে।’ (সহীহ বুখারী, হাদীস: ৩২৪, সহীহ মুসলিম, হাদীস: ৮৯০)।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা ঈদগাহে গিয়ে সালাত আদায় করতেন। তখন থেকেই পৃথবীর দেশে দেশে সুন্নাহর অনুসরণে এই আমলটি ধারাবাহিক ভাবে চলে আসলেও পরিতাপের বিষয় হল, আমাদের দেশে দু একটি জায়গা ছাড়া আজও নারীদের জন্য ঈদের জামাতে অংশ গ্রহণের কোনো ব্যবস্থায়ই গড়ে ওঠেনি। তাদেরকে ঈদের সালাতে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়। বিভিন্ন ভাবে বাঁধা দেওয়া হয়। ফলে নারীরা ঈদের সালাত আদায় ও ঈদগাহে যাওয়ার মতো বড় একটি ইবাদত থেকে বঞ্চিত হন। সওয়াব ও বরকত থেকে মাহরুম হন। এটি খুবই দুঃখজনক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে ঋতুবতী নারী যাদের উপর থেকে পাচঁ ওয়াক্ত সালাতের দায়ীত্বই রহিত করা হয়েছে, তাদেরকেও যেখানে ঈদগাহে উপস্থিত হতে আদেশ করেছেন, সেখানে নারীদের জন্য আমাদের ঈদগাহে কোন আয়েজনই থাকবে না এটি কী করে হয়?
আমাদের মনে রাখা উচিৎ, পাঁচ ওয়াক্ত সালাত নারীরা ঘরে বসে একাকী আদায় করতে পারেন, কিন্তু ঈদের সালাত জামাত ছাড়া আদায় করা যায় না। সুতরাং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদীসের বিপরীতে গিয়ে নারীদেরকে এত বড় সওয়াব ও কল্যাণ থেকে বঞ্চিত করা নারীর ধর্মীয় স্বাধীনতা হরণ করার নামান্তর।
তাই অনুরোধ করবো, নেতৃস্থানীয় আলেম-ওলামা ও সমাজের মান্যগণ্য মুসলিম নেতৃবৃন্দ যারা ঈদগাহের সাথে সংশ্লিষ্ট আছেন, তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহীহ হাদীসের বাস্তবায়নে নারীদের জন্য নিরাপত্তা, ফেতনামুক্ত পরিবেশ বিধানপূর্বক সম্পূর্ণ পর্দার সঙে পুরুষদের পিছনে বা আলাদা একপাশে পৃথকভাবে ঈদগাহে সালাত আদায়ের ব্যবস্থা করেন।
নারীদেরকেও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ভাবেই পুরুষদের সাথে তাদের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, উচ্ছৃঙ্খলতা প্রকাশ না পায়। এ ছাড়া বাড়ী থেকে বের হওয়ার সময় তারা যেন সর্বাঙ্গ কাপড় দ্বারা আবৃত করে, সম্পূর্ণ শরয়ী পর্দা মেনটেইন করে ঘর থেকে বের হন। এবং সুগন্ধি ব্যবহার থেকেও বিরত থাকেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে নারী সুগন্ধি ব্যবহার করে অন্য মানুষের নিকট দিয়ে গমন করার ফলে তারা তার ঘ্রাণ পেল সে নারী ব্যভিচারিণী।’ (নাসাঈ, হাদীস: ৫০৩৬)।
তবে কোনো সমাজের ঈদগাহে বা মসজিদে যদি নারীদের সালাত আদায়ের কোন শরয়ী ব্যবস্থা না থাকে সে ক্ষেত্রে সঠিক মতানুসারে নারীদের জন্য আলাদাভাবে জামাত করা বা ঘরে একাকি ঈদের সালাত আদায় করার প্রয়োজন নাই। কেননা বিশুদ্ধ মতানুসারে নারীদের উপর ঈদের সালাত আদায় করা সুন্নাহ, ফরয বা ওয়াজিব নয়।
আল্লাহ্ তা’আলা সকলকে দীনের সহীহ বুঝ দান করুন। আমীন।
——————————————————
মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ অনার্স, এম. এ, এমফিল: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
প্রিন্সিপাল, মানাহিল মডেল মাদরাসা, মিরপুর-১, ঢাকা
পরিচালক: ভয়েস অব ইসলাম।