ঈমানের রুকন
ঈমানের রুকন ছয়টি, তা হলো:
১- আল্লাহর উপর ঈমান আনা
২- তাঁর ফেরেশতাগণের ওপর ঈমান আনা
৩- তাঁর কিতাবসমূহের ওপর ঈমান আনা
৪- রাসূলগণের প্রতি ঈমান আনা
৫- শেষ দিবসের প্রতি ঈমান আনা
৬- তকদীর বা ভাগ্যের ভাল মন্দের প্রতি ঈমান আনা।
এ মর্মে আল্লাহ মহান ইরশাদ করেন:
“বরং ভালো কাজ হলো, যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফিরিশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি”। (সূরা আল-বাক্কারা: ১৭৭)
এ মর্মে হাদীসে জিবরীলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ والْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ»
“ঈমান হলো, আল্লাহর তা‘আলার ওপর, তাঁর ফিরিশতাগণ, তাঁর অবতীর্ণ কিতাবসমূহ, তাঁর প্রেরিত নবী-রসূলগণ, আখিরাতের দিনের ওপর ঈমান আনয়ন এবং ঈমান আনয়ন করা তাকদীরের ওপর, যার ভালো-মন্দ আল্লাহ তা‘আলার হতেই নির্ধারিত হয়ে আছে তার ওপর”। (সহীহ মুসলিম-৯)