ঢাকার যেসব স্থানে নারীদের সালাতের ব্যবস্থা রয়েছে
আমাদের জনসংখ্যার অর্ধেক মহিলা। মহিলাদের শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানাবিধ কারণে তারা ঘরের বাইরে পুরুষের পাশাপাশি বিভিন্ন সেবা-নির্দেশনা ও নির্মাণ-উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে দেশ-সমাজ ও পরিবারের অগ্রগতিতে অবদান রেখে চলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সম্মানিত এই মহিলাদের অনেকেই ঘরের বাইরে সময়মতো নামায আদায় করতে না পেরে বিড়ম্বনার সম্মুখীন হন, তীব্র মনোকষ্টে ভুগেন। অনেক সময় দেখা যায়, কোনো ধর্মপ্রাণ দম্পতি বাইরে বের হয়েছেন। সঙ্গের পুরুষ ঠিকই নামায পড়ছেন, কিন্তু নারী ইচ্ছা থাকা সত্ত্বেও নামায আদায় করতে পারছেন না, শুধু জায়গার অভাবে। তাই মসজিদে মসজিদে মহিলাদের নামাযের জায়গা থাকা জরুরি।
আমরা আশা করব, মহিলাদের ধর্মীয় হুকুম মেনে চলার সুবিধার্থে অফিস-আদালত, শিক্ষা- প্রতিষ্ঠান, চিকিৎসালয়, বিপণিবিতান, টার্মিনাল-স্টেশন, যানবাহন-যাত্রাপথ, বিনোদনকেন্দ্র, পর্যটন স্পট, স্টেডিয়াম, হল-হোস্টেল-ডরমেটরি, হোটেল-মোটেল সর্বত্রই পুরুষের পাশাপাশি মহিলারাও যেন শরিয়ত সম্মতভাবে নামায আদায় করতে পারেন সে ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবেন।
আশার কথা হলো, হাল সময়ে ঢাকার বেশ কিছু জায়গায় নারীদের পৃথক নামাযের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করব, বাকী এলাকাগুলোতেও নারীদের নামাযের ব্যবস্থা বা জায়গা নিশ্চিত করা হবে।
ঢাকার যেসব স্থানে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে:
১. বায়তুল মোকাররম মসজিদের নিচতলা।
২. ঢাকা নিউ মার্কেট মসজিদ।
৩. রাইফেলস স্কয়ার (জিগাতলা)।
৪. ইস্টার্ন মল্লিকার ছাদে।
৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ।
৬. রাপা প্লাজার ৫ম তলায়, জয়ীতার শো-রুম ও মার্কেটের ছাদ (ধানমন্ডি ২৭)।
৭. সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭)।
৮. গাউছিয়া মার্কেটের নিচতলায় (ধানমন্ডি হকার্সের উল্টোদিকে)।
৯. চাঁদনি চকের ৩য় তলায় (নিউমার্কেটের উল্টোদিকে)।
১০. বায়তুত তাকওয়া মসজিদ (ধানমন্ডি ১২/এ লেকের সঙ্গে)।
১১. বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথ (৪র্থ তলায়)।
১২. বায়তুল মামুর মসজিদ, সায়েন্স ল্যাব (২য় তলা)।
১৩. ফেরদৌস মসজিদ, মিরপুর-১।
১৪. মৌচাক মার্কেট (৪র্থ তলা)।
১৫. জেনেটিক প্লাজা, ১ম তলা (ধানমন্ডি-২৭)।
১৬. বায়তুল আমান মসজিদ (ধানমন্ডি-৮)।
১৭. উত্তরা ৪নং, ৬নং, ৭নং সেক্টর মসজিদ।
১৮. স্কয়ার হসপিটাল।
১৯. ডিসিসি সুপার মার্কেট (গুলশান-১)।
২০. রমনা থানা জামে মসজিদ।
২১. ইউনাইটেড হসপিটাল (৩য় তলা)।
২২. এ্যাপলো হসপিটাল (৫ম তলা)।
২৩. পিঙ্ক সিটি (বেইজমেন্ট)।
২৪. মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের আল আমিন মসজিদ।
২৫. আজাদ মসজিদ (গুলশান-২)।
২৬. নায়েম ভবন মসজিদ (ঢাকা কলেজের পেছনে)।
২৭. ল্যাবএইড ডায়াগনস্টিক হসপিটাল (১.৫ তলা)।
২৮. টুইন টাওয়ার শপিং সেন্টার (৪র্থ তলা)।
২৯. ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি (বেইজমেন্ট)।
৩০. নর্থ টাওয়ার মার্কেট (৮ তলা), উত্তরা, হাউজ বিল্ডিং।
৩১. কাটাবন মসজিদ।
৩২. বায়তুশ শরফ মসজিদ, এয়ারপোর্ট রোড, ফার্মগেট, ঢাকা।
৩৩. মসজিদ-ই-গাউসুল আজম, টিবি গেট, মহাখালী।
শেয়ার করে জানিয়ে দিন অপরকে।