শরী‘আহ আইন আরও জোরদার করছে মালয়েশিয়া
ইসলামী শরী‘আহ আইন আরও যোরদার করতে যাচ্ছে মালয়েশিয়া। এ লক্ষ্যে দেশটির সরকারের একটি টাস্কফোর্স আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমদ মারযূক জানান, যদি কোন মুসলিম ‘ইসলাম ধর্মের অবমাননা’ করে তাহ’লে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে আইন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে শরী‘আত বিরোধী কোন কাজ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইন সংশোধনীতে।
উল্লেখ্য, মালয়েশিয়ার সোয়া ৩ কোটি জনসংখ্যার মধ্যে ৬০ শতাংশই মালয় মুসলিম সম্প্রদায়ের। সেখানে দু’ধরনের আইনী ব্যবস্থা প্রচলিত আছে। মুসলানদের জন্য রয়েছে ইসলামী শরী‘আহ আইন। পাশাপাশি সিভিল আইনও দেশটিতে বিদ্যমান।