যেসব বস্তুর যাকাত দিতে হবে না

যেসব বস্তুর যাকাত দিতে হবে না (এগুলো ব্যবসায়ের জন্য মজুদ নয়; বরং ব্যবহার লাগে):
(১) কৃষি বহির্ভূত জমি
(২) দালান-কোঠা (যেগুলো কলকারখানা, দোকান বা গুদাম হিসেবে ব্যবহৃত হয়)
(৩) দোকান-পাট
(৪) বসতবাড়ী
(৫) এক বছর বয়সের নিচে গবাদি পশু
(৬) কাপড়-চোপড়
(৭) বই, পত্র-পত্রিকা
(৮) গৃহস্থালীর তৈজসপত্র নিচে আসবাবপত্র
(৯) পোষা পাখি ও হাঁস মুরগী
(১০) যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম
(১১) আরামদায়ক সামগ্রী
(১২) অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ
(১৩) পচনশীল কৃষিপণ্য
(১৪) সব ধরনের শস্য বীজ
(১৫) হিসাব বছরের মধ্যেই অর্জিত ও ব্যয়িত সম্পদ
(১৬) দাতব্য সংস্থাসমূহের মালিকানায় দাতব্য কাজে ওয়াকফকৃত সম্পত্তি এবং সরকারের হাত ও মালিকানায় নগদ অর্থ ও স্বর্ণ-রৌপ্য। (ইসলামী অর্থনীতি, পৃ. ২২৫)

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন
Close
Back to top button