কুরআনের সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যান

কুরআনে মোট সূরার সংখ্যা ১১৪টি। প্রসিদ্ধ মতে এর মধ্যে ৮৪ বা ৮৬ বা ৯২টি মাক্বী। অবশিস্ট ২২ বা ২৮ বা ৩০টি সূরা মাদানী। প্রচলিতভাবে আয়াত সংখ্যা বলা হয় ৬৬৬৬টি । কিন্তু তা সঠিক নয়।

সঠিক আয়াত সংখ্যা ছয় হাজার ( এর মধ্যে ২৭৭৫টি আয়াতের পুনরাবৃত্তি রয়েছে।)। ইবনে কাছীর (রহ) বলেন, কুরআনের আয়াত সংখ্যা ৬০০০ হওয়ার ব্যাপারে সকলে একমত। তবে এ সংখ্যা নিয়ে মতভেদ দেখা যায়। মতভেদকৃত অন্যান্য সংখ্যাগুলি নিম্নরূপ:

৬২০৪, ৬২১৪, ৬২১৯, ৬২২৫, ৬২২৬, ৬২৩৬।

মতভেদ সহ কুরআনের শব্দসংখ্যা ৭৭,২৭৭ আ ৭৭,৪৩৭ বা ৭৭,৯৩৪। অক্ষর সংখ্যা ২২১২৬৫ থেকে ৩৩৮৬০৬। যতি চিহ্নের সংখ্যা ১০৫৬৪৮, যের সংখ্যা ২৯৫৮২, যবর-এর সংখ্যা ৫২২৪৩, পেশের সংখ্যা ৮,৮০৪, তাশদীদ সংখ্যা ১,২৭৪টি, মাদ সংখ্যা ১,৭৭১টি, নুকতা ১০৫৬৮৪টি। আল্লাহ শব্দটি ১৫৮৪বার, সালাত ও যাকাত বিধান রয়েছে ১৫০টি আয়াতে, রুকু সংখ্যা ৫৪০টি, মঞ্জীল ৭টি।

সর্ববৃহত সূরা আল-বাক্বারাহ এবং এ সূরার ২৮২ নম্বর আয়াত কুরআনের সর্ববৃহত আয়াত। সূরা আল-কাওছার সর্বাপেক্ষা ছোট সূরা ।সূরা মুযযাম্মিলের ২০নম্বর আয়াত হলে একমাত্র রুকু, যা এক আয়াত বিশিষ্ট। সূরায়ে বারাআত বা তাওবাহ হলো একমাত্র সুরা যার শুরুতে বিসমিল্লাহ লিখিত নেই। সূরা নামল হলো একমাত্র সুলা যার শুরুতে একবার ও মধ্যে একবার মোট দু’বার বিসমিল্লাহ বর্ণিত আছে।

কুরআনের শতকরা ১১ভাগ অর্থ্যাত প্রায় সাড়ে সাতশত আয়াতে বিজ্ঞান সম্পর্কিত বর্ণনা রয়েছে। অবশিষ্ট ৮৯ ভাগ আয়াতে আইন-কানূন, বিধি-বিধান, আচার-অনুষ্ঠান এবং শিক্ষামূলক বিষয়ের অবতারণা করা হয়েছে। বিভিন্ন সূরায় মোট ২৫জন নবী-রাসূলের নাম উল্লেখ রয়েছে।

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button