জীবন্ত এক কিংবদন্তীর সান্নিদ্ধে কিছুক্ষণ

ড. শাইখ আব্দুল্লাহ্ বিন আব্দুল মুহসিন আল তুরকী (হা.)। বিশ্বময় পরিচিত এক বিরল ব্যক্তিত্ব। বহুমুখী খ্যাতি ও প্রজ্ঞায় একজন দূরদর্শী বিদগ্ধ আলেম। বহু কালজয়ী গ্রন্থ প্রণেতা। উলূমে নবুওয়তের এক সুবিশাল চলন্ত লাইব্রেরী। এক জীবন্ত কিংবদন্তী। এক ক্ষনজন্মকাল মহাপুরুষ। তিনি আমার সারে তাজ। শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে গৌরবে, নির্মল চরিত্রের মাধুর্যতায় এক উজ্জ্বল ভাস্কর, আর চিরন্তন মহাসত্যের এই প্রদীপ্ত উপমা আজ বিকেলে এসেছিলেন আমার কর্মস্থল মসজিদে নববীর আঙিনায় আলকুরআন মিউজিয়ামে। তৃষ্ণানার্থ নয়নে তাকিয়ে ছিলাম। জানিনা কতক্ষণ। দেখছিলাম একবার, বারবার, বহুবার। পান করছিলাম ইলমে ওয়াহির অমিয় শুধা। জগতের সুদীর্ঘ ইতিহাসে যারা পৃথিবী বাসীকে চিরঋণী করেছেন তিনি সেই আলোর মিছিলের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। এক উদয়ালোক। তিনি আমার রাহবার। আলোকবর্তিকা,দিশারী, আলোর মিনার। সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য এই ইসলামী ব্যক্তিত্বের কর্ম পরিধিও তাঁর মতোই বিশ্বময় বিস্তৃত। তিনি বর্তমান সৌদি বাদশা সালমান বিন আব্দুল আযীয আল সৌদের রাজকীয় সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। এছাড়াও তিনি:

⚜ সাবেক মহাসচিব: রাবেতা আল আলম আল ইসলামী (Muslim World League)
⚜ সাবেক মন্ত্রীঃ ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
⚜ সদস্যঃ সৌদি আরব সর্বোচ্চ ওলামা পরিষদ।
⚜ প্রেসিডেন্টঃ নাদওয়াতুল আলামিয়া লিশ শাবাবিল ইসলামী-World Assembly of Muslim Youth (ওয়ামী)।
⚜ সাবেক চ্যান্সেলরঃ আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি।
⚜ প্রেসিডেন্টঃ ওয়ার্ল্ড ইসলামিক ইউনিভার্সিটিস অর্গানাইজেশন।
⚜ প্রতিষ্ঠাতা সদস্যঃ মদিনা ইসলামিক ইউনিভার্সিটি।
⚜ প্রতিষ্ঠাতাঃ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ।
⚜ প্রতিষ্ঠাতাঃ ইসলামিক ইউনিভার্সিটি অব নাইজার।

এছাড়াও শাইখ তুরকি বিশ্বব্যাপী বহু মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সাহায্য সংস্থাসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক, উদ্যোগতা ও সদস্য।

ইচ্ছা আছে পরে কোন সময় সুযোগ হলে এই মহান ব্যক্তিত্বকে নিয়ে কিছু লেখার। আমীন।

লেখক: মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ. অনার্স, এম. এ, এমফিল: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
প্রিন্সিপাল: মানাহিল মডেল মাদরাসা, মিরপুর, ঢাকা
পরিচালক: ভয়েস অব ইসলাম ও ইসলামিক গাইডেন্স।
[email protected]

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button