আপনিও একটি আইকন

আপনার জীবন আপনাকেই সাজাতে হবে নিজের মতো করে আদরে সোহাগে যতনে। আপনাকে ভাবতে হবে আপনার মতো করেই। কারণ আপনার ভাবনাগুলো আপনার জগত ঘিরেই। সবাই যা পারে আমাকেও তাই পারতে হবে, এমন কোন কথা নেই। জগতের একই কাজ সকলের পক্ষে সম্ভব নয়। সবাইকে আল্লামা, মুফতি, মুহাদ্দিস, উকিল, ইন্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হতেই হবে এমন কোন দর্শন নেই। হতে পারলে ভালো, না পারলে দূঃখ বা হতাশার কিছু নেই। ইহজগতের প্রতিটি মানুষই অনন্য। চিন্তায়, চেতনায়,ভাবনায়, বিশ্বাসে ভাস্কর। প্রাতিষ্ঠানিক শিক্ষাসনদই একমাত্র যোগ্যতার মানদণ্ড নয়। বাস্তবভিত্তিক শিক্ষা, সৃষ্টি ও উদ্ভাবনী শক্তির বিপরীতে সনদীয় শিক্ষা বার বার প্রমাণিত ব্যার্থ। সুতরাং অসাধ্য সাধনে নিরন্তর চেষ্টার পিছনে অবান্তর সময় নষ্ট না করে নিজের সুপ্ত প্রতিভা বিকাশে আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞা চাই। সমাজের অসংখ্য প্রয়োজন থেকে হালাল প্রয়োজনটি বেছে নিয়ে শুরু করুন নিজের স্বপ্ন বুনন। মনে রাখবেন, আত্ববিশ্বাস, সঠিক চিন্তা, সঠিক কর্ম ও অবিরত চেষ্টাই আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে। রহমতের শীতল বারিধারা আপনার সফলতার সঙি হবে।

লেখক: যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ. অনার্স, এম. এ, এমফিল:
মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
প্রিন্সিপাল: মানাহিল মডেল মাদরাসা, মিরপুর-১, ঢাকা
পরিচালক: ভয়েস অব ইসলাম।

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button