আক্বীদা সর্ম্পকে জ্ঞানার্জনের আবশ্যকতা
ইসলামী আক্বীদা সম্পর্কে জ্ঞানার্জন করা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। আক্বীদা বলতে কী বুঝায়, আক্বীদার উপর আর কী কী জনিসি নির্ভর করে, বিপরীত আক্বীদাগুলো কী কী, কী কারণে আক্বীদা নষ্ট হয় বা তাতে কমতি সৃষ্টি হয় যমেন বড় শিরক, ছোট শিরক ইত্যাদি বষিয়ে প্রতিটি মুসলিমের জানা বা শিক্ষা অর্জন করা অপরিহার্য।
আল্লাহ তাআলা বলেন:
“অতঃএব, জেনে রাখো যে, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। এবং তোমার গুনাহের জন্য তার নিকট ক্ষমা প্রার্থনা করো।” (সূরা মুহাম্মাদ-১৯)
ইমাম বুখারী রহ. সহীহ বুখারীতে একটি অধ্যায়ের শিরনাম রচনা করেছেন এভাবে-
بَاب الْعِلْمُ قَبْلَ الْقَوْلِ وَالْعَمَلِ
“অধ্যায়ঃ কথা বলা এবং আমল করার আগে জ্ঞানার্জন করা।” এরপর তিনি এ শিরনামের স্বপক্ষে পূর্বোক্ত আয়াতটিকে প্রমাণ হিসেবে পেশ করেছেন।
লেখক: মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ অনার্স, এম. এ, এমফিল: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
পরিচালক: ভয়েস অব ইসলাম
প্রিন্সিপাল মাদরাসাতুল মাদীনাহ লিল বানাত, মিরপুর-১, ঢাকা
প্রধান গবেষক: আস-সুন্নাহ ফাউন্ডেশন
সম্পাদক ও প্রকাশক: ডেইলি মাই নিউজ।