আজ মদীনায় পূর্ণিমার চাঁদ উঠেছে
আজ পবিত্র মদীনার আকাশে প্রকৃতি আলো করে উঠেছে পূর্ণিমার চাঁদ। সবুজের সমারোহ আর পূর্ণিমা চাঁদের মায়াবী স্নিগ্ধ আলো গোটা মদীনায় ছড়িয়ে পড়েছে। সর্বত্রই আজ কেমন যেন রহস্যময় লাগছে!
৩ লক্ষ ৮৪ হাজার কি:মি. দূরের ফকফকা ভরাট চাঁদের দিকে তাকিয়ে বললাম, হে! চাঁদ তুমি কি আমার রাসূলের চেয়েও সুন্দর? কখনোই নও। তোমার এই সৌন্দর্য, স্নিগ্ধতা ও কোমল লাবণ্যতা তো সবই ধার করা। তোমার তো নিজস্বতা বলতে কিছুই নেই! তবে আর তুমি কিসের সুন্দর?
মনের অজান্তেই আমি একটু একটু করে সামনের সবুজ গম্বুজের দিকে এগিয়ে গেলাম ঠিক যেখানে শুয়ে আছেন বিশ্বের সকল সৌন্দর্যের আকঁর, আমার অন্তরের শীতলতা, হৃদয়ের ব্যাকুলতা, জীবন বসন্তের ফুল, তিনি যে আমার প্রিয় রাসূল সা.।
মনের সব মাধুরী মিশিয়ে আনমনে গেয়ে ওঠলাম হে, রাসূল তুমি চাঁদের চেয়েও সুন্দর…
নিরবে নিভৃতে মনের একান্তে গুনগুনিয়ে সূর ধরে গেয়ে চললাম –
ত্বলাআল বাদরু আলাইনা
মিন সানিয়্যাতিল ওয়াদ্বা
ওয়াজাবাত শুকরু আলাইনা
মাদাআ লিল্লাহি দ্বা। ……
লেখক: মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ. অনার্স, এম. এ, এমফিল: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব ও
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
ইফতা ও দাওরায়ে হাদীস: যাত্রাবাড়ী ও লালবাগ জামেয়া, ঢাকা।
প্রিন্সিপাল, মানাহিল মডেল মাদরাসা, মিরপুর-১, ঢাকা।
পরিচালক, ভয়েস অব ইসলাম।
[email protected]