বাংলাদেশই শ্রেষ্ঠ মানবিক রাষ্ট্র
তথাকথিত বিশ্বশান্তির মোড়ল প্রবক্তা ও মানবাধিকারের ধজ্বাধারী ইঙ্গ মার্কিনী ও তাদের দোসর কথিত মহা প্রতাপ ও প্রভাবশালী, ব্যাপক ক্ষমতাধর পরাশক্তির রাষ্ট্রসমূহের ন্যয় হয়তো আমাদের সে শক্তি, প্রভাব ও প্রতিপত্তি নেই। মানব বিধ্বংসী এটম আর বোমারু বিমান নেই, তবে আমাদের রয়েছে মনুষ্যত্ব, মানবতা, মানবিকতা ও বিবেক। মানুষকে সত্যিকার ভালোবাসা দিয়ে আপন করে বুকে টেনে নেওয়ার অসম সাহস ও যোগ্যতা। আমরা যার প্রমাণ দিয়েছি একবার নয়, দু’বার নয়, বরং বার বার, বহুবার।
সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সরকার, আলেম-ওলামা ও সর্বস্তরের আপামর তাওহীদি জনতা তাদের বুক উজাড় করা দরদ ও ভালোবাসা দিয়ে সচেতন পৃথিবীবাসীকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, মানবতা, মনুষ্যত্ব, মানবাধিকার বলে যদি কিছু থাকে, তাহলে এই মুহূর্তে সেটি হলো বাংলাদেশ। বাংলাদেশই মানবাধিকার। এই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় মানবিক রাস্ট্র বাংলাদেশ।
লেখক: মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ. অনার্স, এম. এ, এমফিল: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব ও
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
ইফতা ও দাওরায়ে হাদীস: যাত্রাবাড়ী ও লালবাগ জামেয়া, ঢাকা।
প্রিন্সিপাল, মানাহিল মডেল মাদরাসা, মিরপুর-১, ঢাকা।
পরিচালক, ভয়েস অব ইসলাম।
[email protected]