দুঃস্বপ্ন দেখলে পড়ার দোআ

সুস্বপ্ন আল্লাহর তরফ থেকে এবং দুঃস্বপ্ন শয়তানের তরফ থেকে হয়। দুঃস্বপ্ন দেখলে নিম্নলিখিত কাজ করবে;

(১) বাম দিকে তিনবার হাল্কা থুথু মারবে।

(২) শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে ৩ বার আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে।

(৩) সেই স্বপ্ন কাউকে বলবে না।

(৪) যে পার্শ্বে স্বপ্ন দেখেছে তার বিপরীত পার্শ্বে ফিরে শয়ন করবে।

(৫) চাইলে উঠে নামায পড়বে। (বুঃ ৭/২৭, ৪৪ ৪ ১৭৭২-১৭৭৩)

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন
Close
Back to top button