কুরআনুল কারীমে ঈমান, আক্বীদার গুরত্ব

বিশ্বাস বা ধর্মবিশ্বাস বুঝাতে মুসলিম সমাজে সাধারণত দুটি শব্দ ব্যবহৃত হয়: ‘ঈমান’ ও ‘আক্বীদা’। কুরআনুল কারীম ও হাদীস শরীফে সর্বদা ‘ঈমান’ শব্দটিই ব্যবহার করা হয়েছে। আর ইমানদার বা বিশ্বাসী অর্থে মুমিন বা মুমিনুন শব্দ ব্যাবহার করা হয়েছে। এছাড়া ‘আক্বীদা’ বা অন্য কোনো শব্দ কুরআন, সুন্নাহ বা সাহাবীগণের যুগে ব্যবহৃত হয় নি। মূলত দ্বিতীয় হিজরী শতক থেকে ‘ধর্ম-বিশ্বাস’ বুঝাতে আক্বীদাসহ আরো কিছু পরিভাষা এ বিষয়ে পরিচিতি লাভ করে। যেমন, মহান আল্লাহ্‌ বলেন-

‘তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোন সন্দেহ পোষণ করে না’ (সূরা হুজুরাত-১৫)

আল্লাহ্‌ তাআলা আরও বলেন,

‘বলো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি’ (সূরা শূরা-১৫)।

অন্যত্র আল্লাহ তাআলা বলেন,

‘তোমরা বলো, আমরা ঈমান রাখি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব এবং তাদের বংশধরের প্রতি অবতীর্ণ হয়েছিল এবং মূসা ও ঈসা-কে যা প্রাদান করা হয়েছিল এবং অন্যান্য নবীগণকে তাদের প্রভু হ’তে যা দেয়া হয়েছিল। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী’ (সূরা আল-বাক্বারাহ-১৩৬)

সূরা কাহাফে আল্লাহ্‌ বলেন:

“যে ব্যক্তি স্বীয় পালনকর্তার সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎকর্ম করে এবং স্বীয় প্রভুর ইবাদতে অন্য কাউকে অংশীদার না করে”। (সূরা আল-কাহ্‌ফ-১১০)

আল্লাহ্‌ তাআলা আরো বলেন:

‘(হে নবী!) তোমাকে এবং এবং তোমার পূর্বসূরিদের আমি প্রত্যাদেশ করেছি যে, যদি তুমি আমার শরীক স্থাপন কর তবে তোমার যাবতীয় শ্রম বিফলে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে’ (সূরা যুমার-৬৫)

তিনি আরো বলেন:

“সুতরাং তুমি আল্লাহ্‌র আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে তাঁর ইবাদত করো; জেনে রেখো, অবিমিশ্র দ্বীন আল্লাহ্‌রই জন্য”। (সূরা যুমার-২, ৩)

উল্লেখিত আয়াত সমূহ এবং এগুলোর ব্যাখ্যায় অসংখ্য হাদীস প্রমাণ করে যে, ঈমান ও কর্ম কেবল তখনই গ্রহণযোগ্য হবে যখন তা বিশুদ্ধ ও শির্‌কমুক্ত হবে। নবীগণ প্রথমত ও প্রধানত ঈমান-শুদ্ধির মাধ্যমে এগুলোর প্রতিই গুরুত্বারোপ করেছেন। এটাই কারণ যে, তাঁরা সর্বপ্রথম যে বিষয়টির প্রতি তাঁদের সম্প্রদায়কে আহ্বান করেছিলেন সেটি ছিলো: কেবলমাত্র আল্লাহ্‌ তাআলার ইবাদত করতে হবে এবং আল্লাহ্‌ ব্যতীত অন্য সকলের ইবাদত বর্জন করতে হবে।

লেখক: মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ অনার্স, এম. এ, এমফিল: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
পরিচালক: ভয়েস অব ইসলাম
প্রিন্সিপাল মাদরাসাতুল মাদীনাহ লিল বানাত, মিরপুর-১, ঢাকা
প্রধান গবেষক: আস-সুন্নাহ ফাউন্ডেশন
সম্পাদক ও প্রকাশক: ডেইলি মাই নিউজ।

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button