বিশুদ্ধ ঈমান-আক্বীদার প্রতি নবী-রাসূলদের আহবান

আল্লাহ্‌ তাআলা যুগে যুগে পৃথিবীতে যতো নবী-রাসূল পাঠিয়েছেন তাদের সকলের সবচেয়ে গুরত্বপূর্ণ ও প্রধানতম দায়িত্ব ছিলো মানুষকে তাঁরই একাত্মবাদ তথা তাওহীদের প্রতি দাওয়াত দেওয়া, যা ঈমান ও আক্বীদারই অন্যতম প্রধান বিষয়। পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত বহু আয়াত রয়েছে, যেমন  আল্লাহ্‌ তাআলা বলেন,

“আর নিশচয়ই আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই একজন করে রাসূল প্রেরণ করেছি (এই মর্মে যে,) তোমরা আল্লাহর এবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো”। (সূরা আন-নাহল-৩৬)

অন্যত্র আল্লাহ্‌ তাআলা বলেন,

“আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই এবাদত করো” (সূরা আল-আম্বিয়া-২৫)

আল্লাহ্‌ তাআলা বলেন,

“নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর এবাদত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই”। (সূরা আল-আর’আফ-৫৯)

অন্যত্র তিনি বলেন,

“তিনি ফেরেশতাদের আপন নির্দেশে ওহী দিয়ে নাযিল করেন তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি, যেন তোমরা সতর্ক করো যে, আমি ছাড়া কোনো ইলাহ নেই। অতএব, তোমরা আমাকে ভয় করো”। ((সূরা আন-নাহল-২)

মহান আল্লাহ্‌ তাআলা পবিত্র কুরাআনুল কারীমে বেশ কয়েকজন নবী-রাসূলের দাওয়াতের বক্তব্যকে উল্লেখ করেছেন। এ সকল বক্তব্যের সারমর্মও কেবল তাওহীদ তথা এক আল্লাহ্‌র প্রতি ঈমান ও আক্বীদাকেই নির্দেশ করে। যেমন আল্লাহ্‌ তাআলা নূহ আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করতে গিয়ে বলেন,

“আমি নুহকে তাঁর কওমের নিকট প্রেরণ করেছি। অতপর সে বলল, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ্‌র ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই”। (সূরা আল-আর’আফ-৫৯)

হুদ আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ্‌ তাআলা বলেন,

“আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর এবাদত করো। তিনি ব্যতিত তোমাদের কোনো উপাস্য নেই”। (সূরা আল-আর’আফ-৬৫)

সালেহ আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ্‌ তাআলা বলেন,

“সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর এবাদত করো। তিনি ব্যতিত তোমাদের কোনো উপাস্য নে… (সূরা আল-আর’আফ-৭৩)

শোয়াইব আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ্‌ তাআলা বলেন,

“আমি মাদায়েনবাসীর প্রতি তাদের ভাই শোয়াইবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর এবাদত করো। তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই”। (সূরা আল-আর’আফ-৮৫)

ইবরাহীম আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ্‌ তাআলা বলেন,

“আর (স্মরণ করো) ইবরাহীমকে, যখন সে তাঁর কওমকে বলেছিলো, তোমরা আল্লাহ্‌র ইবাদত করো এবং তাঁর তাকওয়া অবলম্বন করো”। (সূরা আল-আনকাবূত-১৬)

লেখক: মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী
বি. এ অনার্স, এম. এ, এমফিল: মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
পরিচালক: ভয়েস অব ইসলাম
প্রিন্সিপাল মাদরাসাতুল মাদীনাহ লিল বানাত, মিরপুর-১, ঢাকা
প্রধান গবেষক: আস-সুন্নাহ ফাউন্ডেশন
সম্পাদক ও প্রকাশক: ডেইলি মাই নিউজ।

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button